বিশেষ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার তালগাছী খোরশেদীয়া পাক দরবার শরীফে পালন করা হয় ইসলামের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ.)। এ উপলক্ষ্যে দরবার শরীফে আয়োজন করা হয় হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শাহসূফী মাওলানা ছাইফুল ইসলাম পীর সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইকবাল হোসেন মাদানী।
সভায় সভাপতিত্ব করেন দরবার শরীফের খাদেম,আলহাজ্ব হজরত মাওলানা জাহান ইমাম পীর সাহেব।
বক্তারা বলেন মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনাদর্শ ও শিক্ষার আলোকে চলার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, মানবতার কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠায় রাসূল (সাঃ) এর জীবনই আমাদের জন্য উত্তম দৃষ্টান্ত।
পরে দোয়া ও মিলাদ মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।