তানজিদ তালুকদার তিতাস নামের ১৭ বছর বয়সের একটি ছেলে হারানো গিয়েছে। সে বগুড়া সদর থানাধীন আইআই টিবি পলিটেকনিকেল সিভিল ইঞ্জিনিয়ারিং এ প্রথম বর্ষে পড়ালেখা করে এবং লতিফপুর দক্ষিণপাড়া ভাই বোন ছাত্রাবাস-২ থাকে। গত ১১ আগষ্ট/২৫ইং বেলা ১১.০০ টার সময় ছেলেটি লতিফপুর দক্ষিণপাড়া ভাই বোন ছাত্রাবাস-২ হতে কলোনি তাহার বন্ধুর সাথে দেখা করতে যায়। দেখা করে আর ছাত্রাবাসে ফিরে আসেনি। বর্তমানে ছেলেটি নিখোঁজ অবস্থায় আছে। তার বাড়ী সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা শিমলা খন্দকার পাড়া গ্রামে। ছেলেটির গায়ের রং ফর্সা, মুখমন্ডল লম্বাটে , উচ্চতা ৫ফুট ৬ইঞ্চি। ছাত্রাবস থেকে বের হওয়ার সময় তার পরনে কালো রঙের জিন্সের ফুলপ্যান্ট ও গায়ে নীল রঙের গেঞ্জি ছিল।
ছেলেটির নিখোঁজের বিষয়ে ছেলের বাবা মোঃ ইমতিয়াজ আহমেদ জিয়া বগুড়া সদর থানা বগুড়া ২২/০৮/২৫ ইং তারিখ একটি অভিযোগ দায়ের করেন।
যদি কেউ ছেলেটির সন্ধান পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে নিন্মোক্ত নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হইলো।
যোগাযোগ ঠিকানা ও ফোন নং-
............................................
ইমতিয়াজ আহমেদ জিয়া(বাবা)
মোবাঃ০১৭২৫-১০৮০৩৫
সুলতান মাহমুদ চৌধুরী(মামা)
যুব বিষয়ক সম্পাদক
সলঙ্গা থানা বিএনপি,সিরাজগঞ্জ।
মোবাঃ ০১৭৩৩-৭১৪০৫১