জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাগলা বাজারে অবস্থিত একটি ঔষধের দোকান এবং কয়েকটি বেকারীতে অভিযান পরিচালনা করেন।
আজ ৩ সেপ্টেম্বর বুধবার গফরগাঁয়ের পাগলা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ঔষধের দোকানে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ন ঔষধ পাওয়ায় এবং বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশ বিদ্যমান থাকায় এছাড়া লাইসেন্স না থাকায় তাদেরকে বিভিন্ন পরিমান জরিমানা করা হয়।
এই অভিযান সময়ে উপস্তিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক, উপজেলা স্বাস্থ্য প্রশাসন হতে স্যানিটারি ইন্সপেক্টর , পাগলা থানার দায়িত্বপ্রাপ্ত একজন এস আই এর নেতৃত্বে সংগীয় পুলিশ ফোর্স।