ময়মনসিংহ জেলার সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ভেকিবিল এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আজ ৩০ আগষ্ট শনিবার সকাল সাড়ে ৭টায় সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়।
এসময় চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া ২জন ব্যক্তিকে মৎস্য সুরক্ষা আইন, ১৯৫০ এর ধারা ৩ ও ৫ এর বিধান অনুযায়ী অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।