আসন্ন ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখার উদ্যোগে পোলিং এজেন্টদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সম্মানিত আমির ও চুয়াডাঙ্গা দুই আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব অ্যাডভোকেট রুহুল আমিন।
আরো উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমির ও চুয়াডাঙ্গা ২ আসনের নির্বাচন পরিচালক হযরত মাওলানা আজিজুর রহমান।
জেলা তারবিয়্যা সেক্রেটারি জনাব জিয়াউল হক, জীবননগর উপজেলা আমির হযরত মাওলানা সাজেদুর রহমান, জীবননগর উপজেলা নায়েবে আমির ও জীবননগর উপজেলা নির্বাচন পরিচালক হাফেজ বেলাল হোসেন,
জীবননগর উপজেলা সেক্রেটারি জনাব মাহফুজুর রহমান, জীবননগর উপজেলা সহকারী সেক্রেটারি হযরত মাওলানা আবু বকর সিদ্দিক, জীবননগর পৌর আমির হযরত মাওলানা ফিরোজ হোসেন, জীবননগর পৌর সেক্রেটারি ও নির্বাচন পরিচালক জনাব ইব্রাহিম খলিল সহ জীবননগর উপজেলা ও পৌর নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন আমাদের যে সমস্ত কেন্দ্রে দুর্বল আছে আমাদের কাজের অগ্রগতি আরও বৃদ্ধি করতে হবে।।