কাঠফাটা রৌদ্দুর ছিলো
মনটা ভীষণ খারাপ ছিলো
হঠাৎ করে বৃষ্টি এলো
ভারী মনটা হালকা হলো।
বৃষ্টিতে বেশ জাদু ছিলো
কাক ডাকা দুপুর ছিলো
বাসার পিছনে পুকুর ছিলো
ঝুমুর ঝুমুর শব্দ ছিলো ।
আকাশ জুড়ে মেঘ ছিলো
বজ্রপাতের আওয়াজ ছিলো
গুড়ুম গুড়ুম শব্দ ছিলো
অঝর ধারার বৃষ্টি হলো ।
মন খারাপের ঔষধ ছিলো
মরা মনে আশা জাগালো
সবুজ পাতা ছুঁয়ে গেলো
নতুন আশার জন্ম দিলো।