জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পূবাইল থানা সেচ্ছাসেবকদলের উদ্যোগে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের উপস্থিতিতে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি থানার প্রধান সড়ক মাজুখান প্রদক্ষিন করে মিরের বাজার এসে শেষ হয়।
পরে মিরের বাজার চৌরাস্তায় পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান কাজল এর সভাপতিত্বে ও হারুন অর রশিদ এর সঞ্চলনায় র্যালিতে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন,পূবাইল থানা সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুবেল আহমেদ জীবন , যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম বাবু,যুগ্ন আহবায়ক খালেদ মোশাররফ, ৪১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দল নেতা ফরিদ মিয়াসহ প্রমুখ।