নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। ২০আগস্ট বুধবার নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি নিয়ে তারা রূপসী-কাঞ্চন বাইপাস সড়ক হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকা প্রদক্ষিণ করে। উপজেলার মঠেরঘাট এলাকায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।
সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রূপগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক শিপলু ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুব রহমান, মোহাম্মদ সালাউদ্দিন দেওয়ান,রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আলি আহমেদ, ইলিয়াছ ভুঁইয়া, ইয়ার হোসেন, আলী হোাইন, হাফিজুর রহমান, সোহেল রানা, লিটন সরকার, বাবুল মিয়া, স্বপন মিয়া, নাঈম মিয়া ও রায়হান মিয়া প্রমুখ।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন করে বিভিন্ন ফলদ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। হাসপাতালের চারপাশের মশা নিধন করার জন্য ফগার মেশিনে ঔষধ স্প্রে করে ও রক্ত দানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।