আদালতে সা*জার রায় শুনে মা*দ*ক (ই*য়া*বা) মামলার আসামির মৃ*ত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বেলা ৩টার দিকে চট্টগ্রামের পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
মৃ*ত ব্যক্তির নাম আলী আজগর (৪৫)। তিনি পটিয়া উপজেলার উত্তর হুলাইন গ্রামের মৃ*ত ফজল আহমদের ছেলে।
পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও ফোরকান মিয়া বলেন, ২০২১ সালের একটি মা*দ*ক মামলায় আসামি আলী আজগর আজ বিকেলে আদালতে হাজির হন। সাক্ষ্যপ্রমাণ শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক বেগম তাররাহুম আহমেদ আসামির বিরুদ্ধে দুই বছরের সা*জার আদেশ দেন। এর পরপরই আসামি মাথা ঘুরে পড়ে যান।
তখন দায়িত্বরত পুলিশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে মৃ*ত ঘোষণা করেন। বর্তমানে তার লা*শ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।