নওগাঁর মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে এক মহিলাকে মারধর করা হয়েছে৷
এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ ও দায়ের করেন ভুক্তভোগীর স্বামী৷ ঘটনাটি ঘটেছে উপজেলার হাতুর ইউনিয়নের দেওড়া গ্রামে৷অভিযোগ সূত্রে জানা যায়,জমি জমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করিয়া পূর্ব শত্রুতার জের ধরিয়া আমার প্রতিবেশী বিবাদী পরিমল এর সহিত বিরোধ চলিয়া আসিতেছে৷
উক্ত বিরোধের জের ধরিয়া আমার স্ত্রী শ্রীমতি ছবিতা রানী সহ আমাদেরকে বিভিন্ন ভাষায় গালিগালাজ মারধর করা সহ হুমকি প্রদান করিয়া আসিতেছে৷
এমত অবস্থায় গত (১৩ইং)বুধবার অনুমান সন্ধ্যা সাতটায় বিবাদী পরিমল লোহার শাবল দিয়ে আমার স্ত্রীকে এলোপাথারি মারধর করে পালিয়ে যায়৷ভুক্তভোগীর ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন এবং ভুক্তভোগীকে উপজেলা সদর মেডিকেলে ভর্তি করেন৷তাহার মাথায় ছয়টি সেলাই সহ আঘাতের চিহ্ন রয়েছে৷
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন রেজা জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে৷
নওগাঁ #