প্রেসক্লাবকে বোমা মেরে উড়িয়ে দেওয়া, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম কে গুমকরার হুমকির প্রতিবাদে ক্যাসিনো সম্রাট বীমাকর্মী মাসুদ রানা কে গ্রেফতারের দাবীতে দিনব্যাপী লংক মার্চ করেছে আকতারুল ইসলাম আক্তার আক্তার নামক এক সংবাদ কর্মী।
সোমবার বিকেলে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ থেকে লংমার্চ করে থানার প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করে মানবাধিকার খবর পত্রিকা Cntv24 এর সংবাদকর্মী আকতারুল ইসলাম আক্তার আক্তার।
ঘটনার বিবরনে জানাযায় সম্প্রতিক ক্যাসিনো সম্রাট মাসুদ রানা এবং চোরাকারবারির লিডার আব্দুর হালিম রাণীশংকৈল প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা, সভাপতি আশরাফুল আলম কে হত্যার হুমকি এবং প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।
এনিয়ে স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।