৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গণ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা ।
আজ ৫ আগস্ট মঙ্গলবার বিকেলে ভোলা প্রেসক্লাব সংলগ্ন কাবিল মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বাংলা স্কুল মোড়, বরিশাল দালান, হাটখোলা মসজিদ, ইলিশ চত্বর ও নতুন বাজার হয়ে আবার ভোলা প্রেসক্লাব সংলগ্ন কাবিল মসজিদ চত্বরে এসে শেষ হয়।
গন মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামীর ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন, নায়েবে আমির ও ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক আমির হোসেন, ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেন, ভোলা পৌর আমির জামাল উদ্দিন, সেক্রেটারি আতাউর রহমান কামাল, নায়েবে আমির রুহুল আমিন, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার, সদর উপজেলা নায়েবে আমির আব্দুল বারী মালতিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে আমরা গণহত্যাকারী সেই ফ্যাসিস্ট সরকারের বিচার দাবি করছি। পাশাপাশি জুলাই সনদ প্রকাশ এবং শহীদ ও পঙ্গুদের যথাযথ মর্যাদা দেয়ার জন্য রাষ্ট্রকে অনুরোধ করছি।
মোঃ আব্দুর রহমান হেলাল
জেলা সংবাদদাতা।।
ভোলা।
০৫/০৮/২৫
ছবি সংযুক্ত।