এ আর হেলাল ভোলা জেলা প্রতিনিধি:-
আগামীকাল, ৫ আগস্ট (সোমবার) বিকেল ৪টায় “গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী” উপলক্ষে ভোলায় বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে গণমিছিলের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বিকেল ৪ টায় ভোলা প্রেসক্লাবের সামনে হতে, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিকেল ৩ টায়, ভোলা হাট খোলা জামে মসজিদের সামনে হতে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা সরকারি বালক বিদ্যালয়ের মাঠ হতে আলোচনা সমাবেশ শেষে গণমিছিল করবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা মিডিয়ার সম্পাদক অধ্যাপক আমির হোসাইন জানান কেন্দ্র ঘোষিত জাতীয় কর্মসূচির অংশ হিসেবেই ভোলা জেলা জামায়াত এ কর্মসূচি পালন করবে। তিনি আরো জানান
কর্মসূচিকে সফল করতে ভোলা জেলা জামায়াতের পক্ষ থেকে প্রতিটি উপজেলার নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলার প্রতিটি ইউনিটে চলছে টানা প্রস্তুতি। ইতোমধ্যে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং কর্মীসভা সম্পন্ন হয়েছে , মিছিলের সফলতা নিশ্চিত করতে মাঠপর্যায়ে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। প্রত্যেক উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা সক্রিয়ভাবে প্রস্তুতিমূলক কার্যক্রমে অংশ নিচ্ছে।
উল্লেখ্য, গত বছরের এই সময়ে ছাত্র-জনতার চলমান রাজনৈতিক আন্দোলনকে “গণঅভ্যুত্থান” হিসেবে আখ্যায়িত করে জামায়াতে ইসলামী দিনটিকে স্মরণীয় করে রাখার ঘোষণা দেয় এবং প্রতিবছর ৫ আগস্ট জাতীয়ভাবে পালন করার সিদ্ধান্ত নেয়।
--