চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার রামেশ্বর মডেল পাইলট ইনস্টিটিউট মাঠে ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ছাত্রদলের কর্মীরা বলেন জুলাই আগস্ট এর ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ রা আগস্ট ঢাকায় ঐতিহাসিক ছাত্র সমাবেশ পালন ও ৫ আগস্ট ভোলাহাট উপজেলায় বিজয় র্যালি সফল করার লক্ষ্যে ভোলাহাট উপজেলা ছাত্রদলের প্রস্তুতি সভা।
এ সময় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন-আহবায়ক মোঃ মাসুদ রানা, হাবিব মেসবাহ, লতিফুর রহমান, আলমগীর সহ কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।