চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের কাঁটাপোল গ্রামে এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামবাসী মানববন্ধন করেছেন।
রবিবার (২৭ জুলাই) বিকালে কাঁটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হাসাদাহ-সন্তোষপুর সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কাঁটাপোল গ্রামের বিভিন্ন বয়সী মানুষ, স্কুল শিক্ষার্থী, শিক্ষক, ও সাধারণ পথচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “প্রতিনিয়ত স্কুলঘেঁষা রাস্তায় দ্রুতগতির যানবাহনের চলাচলের কারণে শিক্ষার্থীরা দুর্ঘটনার ঝুঁকিতে থাকে। বিশেষ করে শিশু শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে । অথচ এখানে কোনো গতিরোধক ব্যবস্থা নেই। তাই অনতিবিলম্বে একটি স্পিড ব্রেকার নির্মাণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।”
এ মানববন্ধনের পেছনে রয়েছে এক হৃদয়বিদারক ঘটনা। গত ২১ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে স্কুল ছুটি হওয়ার পর রাস্তা পারাপারের সময় পাখিভ্যানের ধাক্কায় মারা যায় কাঁটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী তাকিয়া সুলতানা (৬)। সে একই গ্রামের তরিকুল ইসলামের মেয়ে।
নিহত তাকিয়ার পিতা তরিকুল ইসলাম জানান , স্কুল থেকে বাড়ি ফেরার পথে কাঁটাপোল বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় তাকিয়া একটি দ্রুতগামী পাখিভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে যায়। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে সে নিথর হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকিয়াকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদ ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে সচেতনতা তৈরি করতেই শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনের ফলে কিছু সময়ের জন্য সড়কের দুই পাশে যান চলাচলে বিঘ্ন ঘটে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কাঁটাপোল ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ, ইউপি সদস্য আতিকুজ্জামান সন্টু, হাসাদাহ ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম, কাঁটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, নতুন চাকলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান মন্টু এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকাবাসীর জোরালো দাবি—শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষা প্রতিষ্ঠানসংলগ্ন স্থানে দ্রুত স্পিড ব্রেকার নির্মাণ করতে হবে।
আকিমুল ইসলাম
জীবননগর