Ultimate magazine theme for WordPress.

আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ের মাষ্টার ফুটবল একাডেমির উদ্দ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত।

0
১৩১ Views

হাফিজুর রহমান : নিজস্ব প্রতিবেদক 

আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ের মাষ্টার ফুটবল একাডেমির উদ্দ্যোগে সি,এইচ,আর মাধ্যমিক বিদ্যালয়ের আঙ্গিনায় মাষ্টার ফুটবল একাডেমীর এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টার সময় উক্ত সভায় সভাপতিত্ব করেন মাষ্টার ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা, সভাপতি মোঃ ইউনুছ আলী (মাষ্টার) আর ও উপস্হিত ছিলেন, সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ সহকারী সদস্য সচিব মোঃ মোফিজুল হক (টনিক) টিম ম্যানেজার মোঃ শাহীন আলী, অধিনায়ক মোঃ হাছিব আল হাসান, সহ অধিনায়ক রকি, আরও উপস্থিত ছিলেন হুমায়ুন কবির টুলু, মোঃ মাসুদুল হক মিটুল,মোঃ মুন্সি মজিবুল হক এবং একাডেমীর সকল খেলোয়াড় বৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.