মানবিক ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন "প্রিয় সলঙ্গার গল্প"-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে উৎসবমুখর পরিবেশে। শনিবার (গতকাল) সকাল সাড়ে ১০টায় সলঙ্গার কদমতলা মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগার হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কে. এম. আমিনুল ইসলাম হেলাল। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভাটি সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চিফ অ্যাডমিন শাহ আলম।
আলোচনায় অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক ও কবি সৈয়দ শামীম সিরাজী, সহকারী অধ্যাপক মাহবুব জলিল কিরণ, মানবতার ফেরিওয়ালা খ্যাত শাহজাদপুরের কৃতি সন্তান মামুন বিশ্বাস, অধ্যক্ষ মোস্তফা জামান, উপদেষ্টা আবদুস ছালাম মাস্টার, শিক্ষক হেলাল উদ্দিনসহ অন্যান্য বিশিষ্টজনেরা।
বক্তারা বলেন, "প্রিয় সলঙ্গার গল্প" প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে-রোগীদের জন্য বিনামূল্যে রক্তদান, শীতবস্ত্র ও ঈদ উপহার বিতরণ, কন্যাদায়গ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা, হুইলচেয়ার প্রদান, টিউবওয়েল স্থাপন, পিপাসার্তদের মাঝে শরবত বিতরণ, কোরআন-হাদীস বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন। করোনাকালীন সময়েও তারা সচেতনতামূলক প্রচারণা, সাবান, হ্যান্ডওয়াশ ও মাস্ক বিতরণ করেছেন
আরও বলেন, এই সংগঠন ইতোমধ্যে সলঙ্গাবাসীর আস্থা ও প্রশংসা অর্জন করেছে। ভবিষ্যতে এ সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে সমাজের বিত্তবান ও দেশ-বিদেশের দানবীরদের সহযোগিতা কামনা করেন তাঁরা।
অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।