সাংবাদিকতা পেশায় দীর্ঘদিন ধরে প্রবাসে নিষ্ঠা ও সুনামের সঙ্গে কাজ করে আসা মোহাম্মদ ফিরোজকে সংবর্ধনা জানিয়েছে রাঙ্গুনিয়ার স্থানীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় তিনি ছুটিতে নিজ এলাকায় আসলে চন্দ্রঘোনা জিয়া মার্কেট প্রাঙ্গণে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার আয়োজন করা হয়।
মোহাম্মদ ফিরোজ বর্তমানে দৈনিক সকালের সময়-এর স্টাফ রিপোর্টার, নিউজ টোয়েন্টিফোর-এর সৌদি আরব প্রতিনিধি এবং রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব (পশ্চিমাঞ্চল) এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. নুরুল হক, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. পারভেজ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী নাজিম উদ্দিন, সদস্য মোজাম্মেল হক মানিক, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শওকত হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন নেছারুল হক, অজিত, নাছির উদ্দিন, রেজাউল করিম, তারেক, জিসান, রিদুয়ান, সাইফুল, নাজিম উদ্দিন, হাবিবুল্লাহ ও জাফর প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে থেকেও মোহাম্মদ ফিরোজ বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সংবাদপত্র ও টেলিভিশন মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। পাশাপাশি প্রবাসী সাংবাদিকদের অধিকার আদায়ে তার অবদান প্রশংসনীয়। তার এই অবদানে রাঙ্গুনিয়াবাসী গর্বিত