Ultimate magazine theme for WordPress.

উখিয়ার বালুখালীতে বিপুল বস্ত্রাদির সমাহারে ব্লু-ড্রীমের শুভ উদ্বোধন।

0
১৬৬ Views

নিজস্ব প্রতিবেদক,উখিয়া,কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার ব্যস্ততম বালুখালী পানবাজারে যাত্রা শুরু করেছে ভিন্ন বস্ত্রাদির সমাহারে দেশের শীর্ষ স্থানীয় কোম্পানি ‘ব্লু-ড্রীম’ শাখা।
ধনী-গরীবের বৈষম্য ঘোচাতে নারী-পুরুষ,শিশু-ছোট বাচ্চাদের পায়জামা,পাঞ্জাবী,জিন্স প্যান্ট, সেরোয়ানী,থ্রি পিস, বেল্ট সহ হরেক রকমের কাপড়- সামগ্রীর বিপুল সমাহার রয়েছে।ক্রেতাদের সাধ্যের সক্ষমতা নিয়ে নিত্য নতুন নানা প্রকারের কাপড়ের চাহিদা মেঠাতে এটি যাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন,শাখাটির স্বত্বাধিকারী প্রবাস ফেরত আবদুল মান্নান।

৩ ফেব্রুয়ারী(বুধবার) দুপুরে উক্ত বস্ত্রালয়ের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্ধোধন করেন পালংখালী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এড.আবদুল মালেক।এসময় সাংবাদিক ও মানবাধিকারকর্মী শ.ম.গফুর,
মাওলানা আবদুল কাদের,মাওলানা গফুর উল্লাহ, মাওলানা সেলিম উল্লাহ, যুবনেতা নুরুল কবির,সাবেক মেম্বার আজিজুল হক,মেম্বার প্রার্থী নুরুল আলম সওদাগর,সমাজসেবক কবির আহমদ,কবি নুর পারভেজ,
সংবাদকর্মী নুর মোহাম্মদ সহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।সবশেষে ব্যবসায়ীক অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave A Reply

Your email address will not be published.