বরিশাল চরমোনাই বুখাইনগর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নীলা (৫০) নামের এক গৃহবধু কে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা।আহত নীলা বুখাইনগর এলাকার সোবাহান হাওলাদারের স্ত্রী।গত বৃহস্পতিবার বিকেল ৫ টায় এ হামলার ঘটনা ঘটে।
বর্তমানে আহত নীলা শেবাচিমের অর্থ পেডিক ওয়ার্ডে মূমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আহত নীলা সাংবাদিকদের জানায় তার বাড়িতে চলচলের রাস্তায় একটি পেয়ারা গাছ রয়েছে।সেই রাস্তা দিয়ে চলাচল করতে গেলে পেয়ারা গাছের ডালপালায় খোচা খেতে হয়।তাই গাছের মালিককে একাধিকবার গাছটি বাস দিয়ে সোজা করতে বলে।
অথচ গাছের মালিক সে বিষয়ে কোন ভ্রুক্ষেপ নেয়নি। বৃহস্পতিবার নীলা ওই পথে খাবার পানি নিয়ে আসার সময় পেয়ারা গাছের ডালে খোচা লাগলে দুইটি ডাক ভেঙ্গে ফেলে।এনিয়ে গাছের মালিক মকবুল হাওলাদারের স্ত্রী তাসলিমা বেগমের সাথে কথা কাটাকাটি হয় নীলার।এক পর্যায়ে তাসলিমা, নীলা কে গালিগালাজ করে ও মারধরের হুমকি দেয়।
এবং এরই জেরে বিকেল ৫ টায় তাসলিমা তার স্বামীকে ফোন দিয়ে বাড়িতে ডেকে নীলার উপর হামলা চালায়।এ সময় মকবুল হাং ও তাসলিমা একটি মুগুর নিয়ে নীলার ঘড়ে প্রবেশ করে এলোপাথাড়ি পিটাতে শুরু করে।পরে স্থানীয়রা আহত্বর ডাক চিৎকারে ছুটে এসে উদ্ধার করে। এ বিষয়ে আহত পরিবারের পক্ষথেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।