আওয়ামী লীগের ডাকা হরতালে নাশকতা প্রতিহত করতে কুমিল্লার বুড়িচং উপজেলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে মিছিল করেছেন। রবিবার (২০ জুলাই) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোকাম ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে তারা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, মোকাম ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি কবির হোসেন লিটন, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনজুর আলম, মোকাম ইউনিয়ন বিএনপি নেতা হুমায়ুন কবির মেম্বার ও শাকিল আহমেদ শাহিন এবং মোকাম ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ।
এছাড়াও অংশ নেন মোকাম ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল সালাম, ছাত্রদলের সাবেক সভাপতি ইউনুছ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি জামির হোসেন, ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম, যুবদল নেতা আমির হোসেন সোহাগ, তানবির হাসান সোহেল, সদস্য সচিব আব্দুল আলিম, স্বেচ্ছাসেবকদল নেতা দুলাল মিয়া এবং যুবদল নেতা জামাল হোসেন।
নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “জনগণের বিরুদ্ধে যে কোনো চক্রান্ত প্রতিহত করতে আমরা প্রস্তুত। আওয়ামী লীগের হরতালের নামে সহিংসতা চালানোর সুযোগ দেওয়া হবে না।”