জেলা প্রশাসনের নির্দেশে গোপালগঞ্জ জেলায় নির্ধারিত সময় অনুযায়ী কার্ফিউ জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
জারি করা কার্ফিউ আদেশ অনুযায়ী—
আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল দুপুর ১১টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার সর্বত্র কার্ফিউ বলবৎ থাকবে।
তবে আগামীকাল দুপুর ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত কার্ফিউ আংশিক শিথিল থাকবে।
জরুরি প্রয়োজন ছাড়া এই সময়ে বাইরে চলাচল থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় মাঠে রয়েছে।