চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার(১৭ই জুলাই ) বেলা সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত বক্তারা জীবননগর উপজেলার নানান সমস্যা তুলে ধরেন। বিশেষ করে জীবননগরে টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা সমাধানে ড্রেনেজ ব্যবস্থা আধুনিককরণ সহ দীর্ঘ মেয়াদি প্রকল্প গ্রহণের কথা তুলে ধরেন। এছাড়াও মাদকদ্রব্যের ব্যাপকতা বৃদ্ধি, ইভটিজিং , উঠতি বয়সী কিশোরদের দ্রুত মোটরসাইকেল চালনা, জীবননগর চ্যাংখালি রোডে যানজট নিরসন সহ বিভিন্ন বিষয়ের সমস্যা তুলে ধরা সহ সমাধান সম্পর্কে আলোচনা করা হয়।
জলাবদ্ধতার বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন বলেন, জলাবদ্ধতার মূল কারণ অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা যেখানে সেখানে বসতবাড়ি নির্মাণ , ট্রেনের মধ্যে বাড়ির ময়লা আবর্জনা ফেলা জলবদ্ধতার মূল কারণ।
তিনি আরও বলে, টানা বৃষ্টির কারণে অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা অনেক জায়গায় তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সমাধান করেছি। তবে অনেক জায়গায় সমাধান করা সম্ভব হয়নি। যেসব জায়গায় সমাধান হয়নি, সেখানে জলাবদ্ধতা সমাধানে স্থায়ী সমাধানে প্রকল্প নেওয়া হবে।
মাদকের বিষয়ের জীবননগর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) আতিয়ার রহমান বলেন , আমরা মাদক প্রতিরোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও মাদক প্রতিরোধে ভূমিকা রাখতে হবে। এছাড়াও সাধারণ মানুষদের কে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) আতিয়ার রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মনির, জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার, সাংবাদিক সহ উপজেলার সকল কর্মকর্তারা।