মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা( প্রতিনিধি) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই ) ভোলাহাট উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ভোলাহাট থানার অফিসার (ইনচার্জ) মোঃ শহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ভোলাহাট একটিভ মডেল একাডেমির পরিচালক মোঃ মাসুদ রানা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ ও জুলাই শহীদ আন্দোলনে অংশগ্রহনকারীরাও এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন। এ জুলাই শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সভা শেষে জুলাই শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত এর মধ্যো দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।