লালমাই উপজেলার ৭ নম্বর বেলঘর উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত উত্তড্যা গ্রামের রাস্তাগুলোর বেহাল দশা দিনকে দিন প্রকট হচ্ছে। বছরের পর বছর সংস্কার না হওয়ায় সাধারণ মানুষের চলাফেরা হয়ে পড়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এই গ্রামের বহু রাস্তা ১০ থেকে ১৫ বছর ধরে ইট পর্যন্ত বসানো হয়নি। কোথাও কোথাও এখনো সম্পূর্ণ কাঁচা রাস্তা রয়েছে, যা বর্ষায় কাদায় পরিণত হয় এবং শুকনো মৌসুমে সৃষ্টি করে ধুলার ঝড়। স্কুলপড়ুয়া শিক্ষার্থী, বৃদ্ধ, নারী এবং রোগীদের চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।
এই ওয়ার্ডের ইউপি সদস্য আবু তাহের এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক—এলাকার দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি হিসেবে পরিচিত। তবে এই প্রতিবেদনে কাউকে দায়ী না করে শুধু বাস্তব চিত্রই তুলে ধরা হলো।
রাস্তাগুলোর এমন অবস্থার কারণে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা যানবাহন প্রবেশ করতে না পারায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা দিন দিন বাড়ছে।
স্থানীয়দের জোরালো দাবি, অবিলম্বে উত্তড্যা গ্রামের প্রতিটি রাস্তা ইট বসিয়ে চলাচলের উপযোগী করে তোলা হোক। এক যুগের বেশি সময় ধরে এমন অবহেলায় উন্নয়নের স্বপ্ন যেন হারিয়ে যাচ্ছে।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
এই অবহেলিত জনপদে চলমান দুর্ভোগ লাঘবে আমরা সম্মানিত লালমাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ম্যাডামসহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
জনগণের ন্যায্য অধিকার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ হবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।