পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-
১৪ জুলাই সোমবার বিকালে পটিয়া একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী ও জাপা'র কেন্দ্রীয় ভাই চেয়ারম্যান,
সাবেক পটিয়া পৌরসভার মেয়র শামসুল আলম মাষ্টারের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালন জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা উপজেলা পৌরসভার নেতৃবৃন্দ। মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিকালল দোয়া মাহফিল আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাপা'র কেন্দ্রীয় ভাই চেয়ারম্যান ও দক্ষিণ জেলার আহবায়ক আমান উল্লা আমান, পৌর জাপা'র সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন জাপা'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ জেলার সদস্য সচিব নুরুল ইসলাম কমিশনার, উপজেলার সাধারণ সম্পাদক ফয়জুল কবির চৌধুরী টিটু, পৌর সভাপতি সাইফুদ্দীন, সহ সভাপতি মনির চেয়ারম্যান, নাজিম মজুমদার, জাহাঙ্গীর মেম্বার, তাপস বড়ুয়া, ইকবাল মেম্বার, আবু সৈয়দ,লিয়াকত আলী,শাহ আলম কন্টাক্টাতার,সাইফুদ্দিন খান,জাহাঙ্গীর আলম,নুরুল ইসলাম গান্ধী, আবদুস সাক্তার, সাহাব মিয়া, মঞ্জু, ফজলুল কাদের, আজাদ সিরাজ, প্রান্ত প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রপতি
পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি ৯ বছর শাসন আমলে সারাদেশে অসংখ্য রাস্তা, পুল, সেতু, কালভার্ট নির্মাণ করেছেন, তিনি প্রায় ১০ হাজার কিলোমিটার রাস্তা পাকা করেছেন এবং ১,৫০০টি ছোট বড় সেতু নির্মাণ করেছেন। জাতীয় পার্টি ৯ বছর শাসন আমলে দেশের মানুষ শান্তিতে ছিল, মানুষের স্বাভাবিক জীবনের নিরাপত্তা ছিল, এখন দেশে কিছু দুষ্কৃতকারী মব শাসনে সাধারণ অতিষ্ঠত।৷ এ পরিস্থিতি উতরণে জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের লাঙ্গল মার্কায় ভোট দিয়ে এরশাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখার দেশবাসীর প্রতি আহবান জানান।
১৪/০৭/২৫
From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442