পাবনার আতাইকুলায় সেনাবাহীনি কতৃক বাস্তবায়নাধীন জগন্নাথপুর ,হরিপুর ,ভবানীপুর,শিবপুর গ্রামের মাঝ দিয়ে ব্যাক্তি মালিকানাধীন তিন ফষলী জমি সহ বাড়ি ঘর উচ্ছেদ করে অপ্রয়োজনীয় ১৩:কিঃমিঃ দৈর্ঘ্য ও ২৫০ ফিট প্রশস্ত খাল খননের মেগা প্রকল্প বাতিলের দাবীতে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৭ জুলাই ( সোমবার ) আতাইকুলা --ডেমরা সড়কে বেলা ১১ টায় এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন,আতাইকুলা আমেনা খাতুন ডীগ্রি কলেজের সহ অধ্যক্ষ আরশেদ আলী , আতাইকুলা প্রেস ক্লাবের সভাপতি ও এস এ টিভির পাবনা জেলা প্রতিনিধি কামরুল ইসলাম,ভুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াত আমীর মাহতাব উদ্দীন,ভুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হেলাল উদ্দীন,ধুলাউরী ইউপি সদস্য সুজন মেম্বর,সংরক্ষিত আসনের মহিলা মেম্বর আয়েশা আক্তার, আব্দুল মতিন সহ অনেকে।
বক্তাগন তাদের বক্তৃতায় উল্লেখ করেন,এ মেগা প্রকল্প একটি অবৈধ ও অপ্রয়োজনীয় প্রকল্প। এ প্রকল্প কৃষক তথা এলাকার উন্নয়নে কোন কাজে আসবেনা। অথচ তিন ফষলী জমির উপর দিয়ে এই মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
এতে একদিকে যেমন ধ্বংস হচ্ছে দামী ফষলী জমি অন্যদিকে অনেকে হারাচ্ছে বসত ভিটা। এ প্রকল্প বাস্তবায়ন হলে এলাকার কৃষক তথা সাধারন জনগন চড়মভাবে ক্ষতিগ্রস্হ হবে। তিন ফষলী জমি ধ্বংশের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়িত হলে কৃষকরা হারাবে তাদের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল তাদের ফষলী জমি। এতে করে বৃদ্ধি পাবে এলাকার দারিদ্রতা।
বক্তাগন আরও বলেন, কৃষক হচ্ছে বাঙালী জাতির প্রান। কৃষক না বাঁচলে বাংলাদেশ বাঁচবেনা। অথচ এই কৃষকের বুকে লাথি মেরে বাস্তবায়ন করা হচ্ছে এ প্রকল্প। এ মেগা প্রকল্প বাস্তবায়িত হলে এ এলাকার কৃষকেরা হবে ভুমিহীন, বেকার ও গৃহহারা।
অনুষ্ঠানে আগত শত শত কৃষক ও এলাকাবাসী হুসিয়ারী উচ্চারন করে বলেন, এ প্রকল্প জনবান্ধব তথা কৃষক বান্ধব নয়।তাই এ প্রকল্প কখনও বাস্তবায়ন হতে দেওয়া হবে না।
অচিরেই প্রকল্প বাতিল করে এলাকাবাসী ও এলাকার কৃষকদের ন্যায্য দাবী পুরন করার জন্য সংশ্লিষ্ঠ কতৃপক্ষের প্রতি আহবান জানান তারা।
উল্লেখ্য , অপ্রোয়োজনীয় ও অবৈধ এ প্রকল্প বন্ধের দাবীতে দীর্ঘদিন ধরে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসুচী পালন করে আসছে কৃষক ও ভুক্তভোগীরা।