পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বারুইপুর পূর্বের বিধান সভার মানবিক বিধায়ক বিভাস সরদারের ঐকান্তিক প্রচেষ্টায় ভূমিদাতা উমা নস্করের সহযোগিতায় বামনগাছি অঞ্চলের প্রধান সাহেবা সেরিফা বিবি লস্কর এবং অঞ্চলের সমস্ত সদস্য সদস্যা ,বামনগাছি অঞ্চলের অঞ্চল সভাপতি আবু তালেব,বামনগাছি অঞ্চলের যুব সভাপতি মাহতাব লস্কর তথা পদ্মেরহাট গ্ৰামীন হসপিটালে BMOH এর সহযোগিতায় চাতরা সুস্বাস্থ্য কেন্দ্র টি প্রতিষ্টিত হয়েছে।চাতরা, মালদাড়ি ,অরুননগর নয়া সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে আর ও বেশি সংখ্যায় সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করছে স্বাস্থ্যদপ্তর। তারই অঙ্গ হিসেবে জয়নগর এক নম্বর ব্লকের বামনগাছি অঞ্চলের চাতরা, মালদাড়ি, অরুননগর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হল আজ শনিবার। নবনির্মিত এই সুস্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বারুইপুর পূর্বের বিধান সভার মানবিক বিধায়ক বিভাস সরদারের উপস্থিতে এবং নির্দেশে বামনগাছি অঞ্চলের মাননীয়া প্রধান সাহেবা সেরিফা বিবি লস্কর সঙ্গে বিশিষ্ট ব্যাক্তিবর্গ নিয়ে চাতরা সুস্বাস্থ্য কেন্দ্রের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন।এদিন মানবিক বিধায়ক বিভাস সরদার বলেন গ্ৰামবাসীদের অনুরোধ মেনেই এই সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয়েছে। রাজ্যের মানুষের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি করেছেন তার জন্য তাঁকে ধন্যবাদ অভিনন্দন জানান বিধায়ক বিভাস সরদার। বারুইপুর পূর্বের বিধান সভার বিধায়ক বিভাস সরদার চাতরা সুস্বাস্থ্য কেন্দ্র শুভ উদ্বোধনে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমি সর্বপ্রথম আমার পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অভিনন্দন জানাই ।তানার অনুপ্রেরণায় আজ আমরা বামনগাছি অঞ্চলের চাতরা সুস্বাস্থ্য কেন্দ্র টি তৈরি করতে পেরেছি। তিনি চাতরা সুস্বাস্থ্য কেন্দ্রের তথা বামনগাছি অঞ্চলের সমস্থ জনসাধারণের উদ্দেশ্যে সুস্থ পরিবেশ দৃষ্টিতে রাখতে আহব্বান জানালেন। তিনি বলেন বারুইপুর পূর্বের তথা জয়নগর এক নম্বর ব্লকের মোট ছয়টি অঞ্চলের মধ্যে এই রকম ১৮টি সুস্বাস্থ্য কেন্দ্রে তৈরি করা হবে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর মতে, 'স্বাস্থ্যবিধি বলা হয় সেসব নিয়মাবলি ও অনুশীলনকে যেগুলো সুস্বাস্থ্য বজায় রাখতে এবং রোগ সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে।একটি সমাজ যতো অন্তর্ভুক্তিমূলক হবে, ততো বেশি সমাজের সকলের সুস্থতা ও সুস্বাস্থ্যের অধিকার ও সমতা নিশ্চিত করা যাবে। আমাদের ভোক্তাদের স্বাস্থ্যের উন্নতি এবং সুস্বাস্থ্য অর্জনের প্রতি আমাদের দায়বদ্ধতা দীর্ঘদিনের। বামনগাছি অঞ্চলের অঞ্চল সভাপতি আবু তালেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমরা খুব ই ভাগ্যবান আমরা এমন একটি বিধায়ক পেয়েছি,যাহাকে অভিনন্দন না জানলনে খুব ভূল হবে।আমি সর্বপ্রথম আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাই ।কারন তানার অনুপ্রেরণায় এবং বারুইপুর পূর্বের বিধান সভার মানবিক বিধায়ক বিভাস সরদারের ঐকান্তিক প্রচেষ্টায় আজ চাতরা সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে। আমার খুব ভালো লাগলো আজ এই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন উপস্থিত হয়ে।তাই আমি সবাইকে অনুরোধ রাখলাম আমরা এই কেন্দ্রের বিভিন্ন দিক দিয়ে সুবিধা অসুবিধা লক্ষ্য রাখবো।আজ এই সভা টি সভাপতি করেন সন্তোষ কুমার নস্কর, এবং সঞ্চালন করেন মাহতাব লস্কর।
এই অনুষ্ঠানে উপস্থিতে ছিলেন বারুইপুর পূর্বের বিধান সভার মানবিক বিধায়ক বিভাস সরদার, বারুইপুর ব্লক সহ-সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী, দক্ষিণ ২৪পরগনা জেলার মেন্টাল রফিকুল হাসান ঘোরামি, তুফান,বামনগাছি অঞ্চলের প্রধান সাহেবা সেরিফা বিবি লস্কর,বামনগাছি অঞ্চলের অঞ্চল সভাপতি আবু তালেব,বামন গাছি অঞ্চলের যুব সভাপতি মাহতাব লস্কর,ডাঃ সাজিদুল রহমান লস্কর, বারুইপুর ব্লকের শিক্ষা স্বাস্থ্য ক্রিয়া কর্মদক্ষ রফিক,খাকুরদহ অঞ্চলের উপপ্রধান ফারুক হোসেন হালদার, জাঙ্গালিয়া অঞ্চলের প্রধানের প্রতিনিধি রুল আমিন,বামনগাছি অঞ্চলের সমস্ত সদস্য ও সদস্যা, জেলা পরিষদের সদস্যা, শিক্ষক এবং জেলা পরিষদের সদস্য সন্তোষ কুমার নস্কর, পদ্মের হাট গ্ৰামিন হসপিটালে BMOH রুপঙ্কর বোস,চালতাবেড়িয়ার হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদিপ নস্কর,চালতাবেড়িয়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক,হামিদালী মোল্লা,বামনগাছি অঞ্চলের প্রাক্তন উপপ্রধান কমল চন্দ্র সরদার,সহ একাধিক বিশিষ্ট বুদ্ধিজীবী গুরুজন ব্যাক্তিবর্গ গন