পবিত্র আশুরা উপলক্ষে এক যৌথ বিবৃতিতে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি -এনডিপি'র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা আশুরার তাৎপর্য যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, "ত্যাগ চাই, মার্সিয়া ক্রন্দন চাই না"—এই ঐতিহাসিক আহ্বানেই নিহিত রয়েছে আশুরার মূল শিক্ষা। হজরত ইমাম হোসাইন (রা.)-এর জীবন ও শাহাদাত থেকে আমরা যে ঈমানী শিক্ষা পাই, তা অনুসরণ করলে সমাজে সত্য ও ন্যায়ের বিজয় নিশ্চিত হবে।
বিবৃতিতে তারা আরও বলেন, ফিলিস্তিন, রোহিঙ্গা এবং অন্যান্য অঞ্চলের মুসলমানরা আজও নিপীড়নের শিকার। এই নির্যাতনের অন্যতম কারণ মুসলিম উম্মাহর ভাঙন ও অনৈক্য। ওআইসি তার কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। পবিত্র আশুরার প্রেক্ষাপটে বিশ্ব মুসলিম যদি ঐক্যবদ্ধ হতে পারে, তবে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের ওপর চলমান নির্যাতন অনেকাংশে হ্রাস পাবে।তবে এবার সারা দুনিয়া কে দেখিয়ে দিয়েছে ইরান।
পবিত্র আশুরা উপলক্ষে এনডিপির পক্ষ থেকে আগামী ৬ জুলাই, রবিবার বাদ আসর হাইকোর্ট মাজার জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন দলের শীর্ষ নেতৃবৃন্দ।