কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশের অভিযানে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গত ৫ জুলাই শনিবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে বুড়িচংয়ের কালিকাপুর ও ফকির বাজারের মাঝামাঝি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) শাহপরান।
অভিযানে আটক দুই যুবকের কাছ থেকে মোট ১৮ কেজি গাঁজা জব্দ করা হয়। আটককৃতরা হলেন—মো. হাবিব (২১), পিতা: মোহাম্মদ সেলিম উদ্দিন, গ্রাম: দক্ষিণ তেতাভূমি,
মো. রাকিব (ডাকনাম কালু), পিতা: মো. মফিজ মিয়া, মাতা: মোসাম্মৎ বিনু আক্তার, গ্রাম: দক্ষিণ তেতাভূমি, জেলা- কুমিল্লা।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বর্তমানে তারা থানার হেফাজতে রয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলছে। মাদকের সঙ্গে জড়িত কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”