খুলনার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের
চাঁদপুর গ্রামের মো. বাদুল্লা (৪৩) মোল্লা শিশু ধর্ষণ মামলায় ৩২ বছর কারাদণ্ডে দন্ডিত হয়ে ছিলো।
৩ বছর পলাতক থাকার পর ২৭ জুন ২০২৫ শুক্রবার সকালে গোপন সংবাদের বিত্তিতে ও থানার ওসির নির্দেশে শিয়ালী পুলিশ ক্যাম্পের এ. এস. আই. সাধন বিশ্বাস বুড়িগাংনী এলাকা থেকে গ্রেফতার করেন।