বরিশাল সদর উপজেলার ৭ নং ওয়ার্ড চরকরঞ্জি এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাই ও ভাইয়ের ছেলে কর্তৃক দুই বোনকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।এ সময় প্রতিপক্ষরা আহতদের মারধর করে ঘরে তালা বদ্ধ করে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
এ ঘটনায় মেরিনা বেগম (৪৫) ও জাহানারা বেগম (৪৮) নামের দুইজন গুরুতর আহত হয়।আহত মেরিনা চর করঞ্জি এলাকার শহীদ হাওলাদারের স্ত্রী ও আহত জাহানারা নগরীর রুপাতলী এলাকার হারুন তালুকদারের স্ত্রী।বর্তমানে আহতরা বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে আহত জাহানারা ও মেরিনা সাংবাদিকদের জানায় আঠারো বছর আগে তার ভাই মাহবুব ২০ শতাংশ জমি বিক্রি করার কথা বলে জাহানারা ও শেফালীর কাছ থেকে ৬০ হাজার টাকা নেয়।
পরে সেই জমিতে জাহানারা ও তার অন্যান্য বোনেরা গাছপালা লাগায়।হঠাৎ করে ভাই মাহবুব ও ভাই হাবিবুর রহমানের ছেলে আরিফ ও নাহিদ তারা জমি পাবে না বলে জানায়।এ বিষয়ে জাহানারা ও তার বোনেরা তাদের জমি সঠিক বুঝ চাওয়ায় প্রথমে তাদের নামে কোন জমি নাই বলে জানায় আরিফ ও তার চাচা মাহবুব।
আবার পরবর্তীতে বলে তার নামে ৮ শতাংশ জমি দানপত্র দলিল দেওয়া হয়েছে। আবার কখনো বলে তাতেও রেকর্ড নাই তাদের নামে।এভাবে দীর্ঘদিন যাবৎ ভাই ও ভাইয়ের ছেলেরা জমি নিয়ে বিভিন্ন তালবাহানা করে আসছে।এবং জমিতে লাগানো গাছপালা কেটে অন্যত্র বিক্রি করছে।
এ বিষয়ে জাহানারার বোন মেরিনা বাবার ওয়ারিশ সূত্রে পাওয়া ও বোনদের কেনা জমি বুঝে পাওয়ার জন্য আদালতে একটি অভিযোগ দায়ের করে।অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার দিন তাদের বাড়িতে আদালত থেকে একটি নোটিশ আসে।আর এই নোটিশ আশাকে কেন্দ্র করে প্রতিপক্ষ আরিফ, নাহিদ, মাহবুব, লিজা ও রাজু লাঠি সোটা নিয়ে মেরিনা বেগমের ঘরে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি পিটাতে শুরু করে।
এ সময় বোন জাহানারা বেগম তার বোনকে বাঁচাতে গেলে তাকেও পিটিয়ে গুরুত্বর জখম করে।এ সময় মারধর করে আহত জাহানারা সাথে থাকা নগদ ১০ হাজার টাকা ও গলার চেইন ছিনিয়ে নেয় প্রতিপক্ষরা।পরবর্তীতে আহতরা চিকিৎসা নেওয়ার জন্য বাহিরে বের হতে চাইলে ও পুলিশের সহযোগিতা চাওয়ার জন্য বাড়ি থেকে বের হতে গেলে প্রতিপক্ষরা আহতদের ঘরের ভিতর তালাবদ্ধ করে আটকে রাখে।
পরে স্থানীয় এক সাবেক মেম্বারের সহযোগিতায় রাতে ঘর থেকে উদ্ধার হয়ে হাসপাতালে ভর্তি হয়।বর্তমানে আহতরা শেবাচিমের সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে প্রতিপক্ষ আরিফের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানায় এটা তাদের পারিবারিক বিষয় যা হয়েছে তারাই মীমাংসা করে নিবে।
এ বিষয়ে আহত জাহানারা ও মেরিনার পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।