চুয়াডাঙ্গা জেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নূর আলী মিয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন।
২৩ জুন সকাল ১০ টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৪নং শঙ্করচন্দ্র ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মরহুম মোঃ নূর আলী মিয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে দোয়ার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন ৪ নং শঙ্করচন্দ্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ও মরহুম নূর আলী মিয়ার বড় পুত্র মহিউল আলম সুজন।এছাড়া,স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্হিত থাকবেন।
উল্লেখ্য, মরহুম নূর আলী মিয়া ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন।#