প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৬:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২৫, ৬:০০ অপরাহ্ণ
আশাশুনিতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস ২০২৫ উদযাপিত।

“একসাথে একটি পিরিয়ড বান্ধব বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
(২৮মে ২০২৫) বুধবার বেলা ১১টায় উপজেলা নিবার্হী কর্মকতার্র কার্যালয়ে সানোফি ফাউন্ডেশনের এর অথার্য়নে অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার এর সহযোগিতায় এবং উত্তরন বাস্তবায়িত কেয়ার প্রকল্পের উদ্যোগে এ মাসিক স্বাস্থ্যবিধি দিবস উদযাপন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা কৃষ্ণা রায় বলেন, লবণাক্ততা প্রবণ এলাকাগুলোতে বিশেষ করে আশাশুনিতে মাসিক স্বাস্থ্যবিধি রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে পরিষ্কার ও মিঠা পানির প্রাপ্যতা সীমিত এবং অপর্যাপ্ত স্যানিটেশনের কারণে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। তাই এই ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষদের মর্যাদা, স্বাস্থ্য ও সুস্থতা রক্ষায় নিরাপদ পানির সরবরাহ, মাসিকের সময় ব্যবহৃত সামগ্রীর সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা এবং মাসিক স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা নিশ্চিত করা অত্যাবশ্যক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুল কবীর সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কিশোরীরা অংশগ্রহন করে। আলোচনা সভায় মাসিক স্বাস্থ্যবিধি দিবস ২০২৫ এর মূল নিবন্ধ পাঠ করেন অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার খালেদা হোসেন মুন। অনুষ্ঠানে কেয়ার প্রকল্পের পক্ষ থেকে দেওয়া মাসিক স্বাস্থ্যবিধি প্যাকেজ (স্যানিটারি ন্যাপকিন, গোসলের সাবান, কাপড় ধোয়ার সাবান ও লিকুইড এন্টিসেপটিক) আগত কিশোরীদের হাতে তুলে দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা কৃষ্ণা রায় এবং মেডিকেল অফিসার ডা. আমিনুল কবীর।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত