নেত্রকোনায় ভূমি মেলা ২০২৫ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ভূমি অধিগ্রহণের "চেক বিতরণ। ভূমি নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস (সদর), নেত্রকোণার আয়োজনে গত ২৫ মে ২০২৫ তারিখ হতে তিন দিনব্যাপী "ভূমি মেলা ২০২৫" এর শুভ উদ্বোধন করে।নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস।মেলা উপলক্ষে সদর উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি বিষয়ক সেবা প্রদান কার্যক্রম এর জন্য স্টল স্থাপন করা হয়েছে। গত ২৭ মে পর্যন্ত এই মেলা চলে। উক্ত মেলায় প্রতিযোগিতায় আংশ গ্রহন কারি ১০ জন প্রতিযোগি শিক্ষার্থীর মধ্যে ভূমি বই পুরুষ্কার প্রধান করা হয়। এছাড়াও অধিগ্রহণ কৃত কৃষকদের জমির তিনজন মালিকের মধ্য চেক বিতরণ করেন। তারা হলেন ১। তরিকুল আলম জামাল২। আব্দুল মালেক ৩। আব্দুল রহিম। এছাড়াও মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রাজস্ব সম্মেলন ও ভূমি সেবা অটোমেশনের উপর সেমিনার অনুষ্ঠিত হয়।