নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির পক্ষে থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকা নওগাঁ সদর থানাধীন চকদেবপুর নুনিয়াপাড়া নামক এলাকায় শ্রী রাজা মহত্ব নামক এক ব্যক্তি অনলাইনের মাধ্যমে অবৈধভাবে কষ্টিপাথরের মূর্তির ব্যবসা করছে মর্মে অত্র ব্যাটালিয়নে গোয়েন্দা তথ্য আসে।উক্ত তথ্যের ভিত্তিতে বর্ণিত ব্যক্তির সাথে কষ্টিপাথরের মূর্তি ক্রয়ের বিষয়ে অন লাইনের মাধ্যমে যোগাযোগ করা হয়। উক্ত যোগাযোগের প্রেক্ষিতে ব্যাটালিয়ন সদর হতে। রোজ মঙ্গলবার-(২৭ মে) আনুমানিক সন্ধ্যা ৭.৫৫ মিনিট ঘটিকায় সময়, নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবির অধিনায়ক লে.কর্নেল আরিফুল ইসলাম মাসুদ পিএসসি'র নির্দেশনায় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম, পিবিজিএমএস এর নেতৃত্বে ০১টি বিশেষ টহলদল নওগাঁ সদর থানাধীন চকদেবপুর নুনিয়াপাড়া নামক স্থানের ০১ টি বারবার শপের মধ্যে হতে তল্লাশী করে উক্ত ব্যবসার সাথে জড়িত রাজা মহত্ব, পিতা-মুঙ্গরু মহত্ব, গ্রাম-চকদেব নুনিয়া পাড়া, পোস্ট-নওগাঁ সদর, থানা-নওগাঁ, জেলা-নওগাঁ। ২১কেজি২০০ গ্রাম ওজনের ০১টি কষ্টি পাথরের সাদৃশ্য (শিব লিঙ্গ) মুর্তিসহ আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য-১০,৬০,০০০/- (দশ লক্ষ ষাট হাজার) টাকা। আটককৃত আসামী ও কষ্টি পাথরের সাদৃশ্য (শিব লিঙ্গ) মূর্তি নওগাঁ সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। এই ধরনের অপারেশনের মাধ্যমে উক্ত এলাকায় এই ধরণের চোরাচালান হ্রাস পাওয়ার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এই ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সদা তৎপর থাকবে।