নিজস্ব প্রতিবেদক:-
কার্পাসডাঙ্গা নগরী, চুয়াডাঙ্গা জেলার মানচিত্রে একটি গুরুত্বপূর্ন এলাকা। এই কার্পাসডাঙ্গার অনেক কৃতিসন্তানদের নেতৃত্বেই এক সময় চুয়াডাঙ্গা জেলার রাজনৈতিক কর্মকান্ডও পরিচালিত হয়েছে।সব কিছু ছাপিয়ে কার্পাসডাঙ্গার এখন বড় পরিচয় কার্পাসডাঙ্গা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত গ্রাম। কার্পাসডাঙ্গাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অবস্থান করেছেন, কবিতা লিখেছেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত এ কার্পাসডাঙ্গার স্বীকৃতি আদায়ে বিএনপি'র প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব অনেকে নিরলস পরিশ্রম করেছেন।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে দাবী আদায়ে কার্পাসডাঙ্গায় গড়ে উঠে কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদ। এ সংসদটিকে এগিয়ে নিতে নানান প্রতিকুলতা পাশ কাটিয়ে কার্পাসডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামের নজরুল প্রেমীরা কাজ করেছেন।
আজ সে সংগঠনটিতে দীর্ঘদিন পর নতুন রূপে রুপান্তরিত করতে নতুন কমিটি গঠন। অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলমকে আহ্বায়ক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুলকে সদস্য সচিব নির্বাচিত করা হয়
কার্পাসডাঙ্গা এলাকার নজরুল প্রেমী ও এ সংগঠনটি এ পর্যন্ত এগিয়ে নিয়ে আসা জাহাঙ্গীর আলম টুটুল চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদকে গুটি-কয়েক ব্যক্তি পৈত্রিক সম্পত্তিতে পরিনত করেছে। তাদের ইচ্ছামত পরিচালিত হয়েছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি নতুন কিছু চমক দেখিয়ে দেবো।