চট্টগ্রামের পটিয়ায় হঠাৎ সন্ধ্যার পর থেকে হাসপাতালের ভেতরে শুরু হয়েছে উচ্চস্বরে বাদ্য-বাজনা আর আলোকসজ্জা। হাসপাতাল নই যেন বিয়ে বাড়ির আসর।
মঙ্গলবার (১৩ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে উচ্চ বাদ্য-বাজনার ফলে রোগী ও স্বজনরা ক্ষোভ প্রকাশ করেন। একদিকে রোগীদের রোগের যন্ত্রনা, আরেক দিকে বিয়ের বাজনা অতিষ্ঠ আশপাশের লোকজন সহ হাসপাতালের রোগীরা।
জানা যায়, বর সুমন চক্রবর্তী পেশায় একজন বেসরকারি হাসপাতালের কর্মচারী। বাড়ি বোয়ালখালি উপজেলার কধুরখিল গ্রামে।
তার বোন শিমলা চক্রবর্তী পটিয়া হাসপাতালের নার্স। বোনের চাকরির সুযোগ কাজে লাগিয়ে হাসপাতালের
কোয়ার্টারকে ঘিরে করেছে বিয়ে বাড়ির আয়োজন। উচ্চস্বরে গান বাজনা হাসপাতালের ভর্তিরত বিভিন্ন রোগীরা অতিষ্ঠ।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা: জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, হাসপাতালের ভেতরে বিয়ের আয়োজন তা আমি জানি না। বিষয়টি আমি খতিয়ে দেখছি।