পাইকগাছা থানা পুলিশের অভিযানে নাশকতা মামলার আসামি সহ পরোয়ানা ভুক্ত আরো তিন আসামিদের আটক করা হয়েছে। আটককৃত সকলকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার নগর শ্রীরামপুরের আবু সাইদ গাজীর ছেলে সাবেক ওয়ার্ড আ,লীগের সদস্য সচিব মোঃ আলমগীর গাজীকে নাশকতা মামলায় তদন্তে অভিযুক্ত হওয়ায় আটক করা হয়। মামলা নং-৬।
অপরদিকে একই দিনে উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামের রজব আলী গাজীর ছেলে মোঃ কেরামত গাজী, করিম মোল্লার ছেলে মোঃ সাত্তার মোল্লা ও শ্রীরামপুর গ্রামের মৃত গোলক বিহারী বিশ্বাসের ছেলে রবীন্দ্রনাথ বিশ্বাসকে পরোয়ানা ভুক্ত আসামি হওয়ায় আটক করেছে থানা পুলিশ।
এ বিষয়ে পাইকগাছা থানার (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, আটক সকল আসামিদের মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।