Crime News tv 24
ঢাকারবিবার , ১১ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি জামায়াত নেতা আব্দুর রহিম নিহত।

সুজন আহমেদ নিজস্ব প্রতিবেদক:-
মে ১১, ২০২৫ ১২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি জামায়াত নেতা আব্দুর রহিম নিহত হয়েছেন।
শনিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

আব্দুর রহিম আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের হাউসপুর গ্রামের মৃত মেসের আলীর ছেলে। হাউসপুর ওয়ার্ড জামায়াতের সভাপতি তিনি।

আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, শনিবার সকালে আব্দুর রহিম মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে মেয়ের বাড়ি কুষ্টিয়া নানদিয়া হারুলিয়া গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্য আলমডাঙ্গা ডাম্বলপুর মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নিলে তার অবস্থার অবনতি হয়। বিকেলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, আইনগত প্রক্রিয়া মেনে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।