Crime News tv 24
ঢাকাশনিবার , ১০ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

রামপালে অপপ্রচারের প্রতিবাদে সুন্দরবন হাসপাতালের সংবাদ সম্মেলন।

Link Copied!

বাগেরহাটের রামপালের ফয়লা চৌরাস্তার মোড়ে সুন্দরবন হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) দুপুরে হাসপাতালের নিজস্ব কক্ষে এ সংবাদ সম্মেলন করেন প্রতিষ্ঠানটির পরিচালক রিয়াজ আহম্মেদ।

লিখিতভাবে তিনি জানান, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালটি নিয়ে ছড়িয়ে পড়ে একটি কথিত ভিডিও। কিছু ব্যক্তি ও গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের হাসপাতাল সম্পর্কে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে অপপ্রচার চালাচ্ছে। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর কোনো বাস্তব প্রমাণ নেই। সুন্দরবন হাসপাতাল দীর্ঘদিন ধরে ফয়লা বাজারসহ রামপাল উপজেলার সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী, মানবিক এবং সেবা-নির্ভর চিকিৎসা সেবা প্রদান করে আসছে। জনগণের আস্থা ও ভালোবাসাই আমাদের মূল শক্তি। অথচ এখন কিছু স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে আমাদের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে এই অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে এবং এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে। একই সঙ্গে তিনি সাংবাদিক, গণমাধ্যম কর্মী ও সাধারণ জনগণকে এ ধরনের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্য যাচাই করার জন্য অনুরোধ করেন। সুন্দরবন হাসপাতাল অতীতেও জনগণের পাশে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। তিনি সঠিক সংবাদ প্রচার ও দায়িত্বশীল সাংবাদিকতার জন্য উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে এ সময় চিকিৎসকসহ হাসপাতালটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।