Crime News tv 24
ঢাকাশুক্রবার , ৯ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন লাকসামের কৃতী সন্তান এড.বদিউল আলম সুজন।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
মে ৯, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ এশিয়ান সোস্যাল কালচারাল কাউন্সিল এর পক্ষ থেকে এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫  মনোনীত হয়েছেন লাকসামের কৃতিসন্তান ও কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন।

বৃহস্পতিবার (৮ মে) এশিয়ান সোস্যাল কালচারাল কাউন্সিল এর নির্বাহী পরিচালক এম এইচ আরমান চৌধুরী স্বাক্ষরিত (প্রচারিত) একটি চিঠির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়-এশিয়ান সোস্যাল কালচারাল কাউন্সিল এর নির্বাহী বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক বৃহত্তর লাকসামসহ কুমিল্লা অঞ্চলে সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় এশিয়ান সোস্যাল কালচারাল কাউন্সিল এর পক্ষ থেকে এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫  মনোনীত করা হয়েছে।

সিদ্ধান্ত মোতাবেক বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মনোনীত ব্যাক্তিদেরকে আগামী ২২মে ঢাকার ইকোনমিক রিপোটার্স ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত বর্তমান সময়ে সু-শাষণ প্রতিষ্ঠায় আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভায় সম্মাননা স্মারক প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী।

এ বিষয়ে জানতে চাইলে এশিয়ান লিডারশিপ  অ্যাওয়ার্ড-২০২৫ মনোনীত লাকসামের কৃতিসন্তান, কুমিল্লা জজকোর্ট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর এড. বদিউল আলম সুজন বলেন-আলহামদুলিল্লাহ, আমি ছাত্র জীবন থেকে পড়া-লেখার পাশাপাশি মানবিক ও সামাজিক কাজ করতে অব্যস্থ ছিলাম। পরিবেশ যত অনুকূল বা প্রতিকূল যেমনি ছিলো, মানবিক ও সামাজিক কাজ থেকে দূরে সরি নাই।
লাকসামের মানুষের সুখে দু:খে সকল সময়ে নিজেকে পাশে রাখতে পারলে স্বাচ্ছন্দ্য বোধ করি।

তিনি বলেন-লাকসামের মানুষের আশা আকাঙ্খা পূরণে আমার যে কোন ত্যাগ ও কোরবানি করতে প্রস্তুত রয়েছি। পাশাপাশি আমার উপর অর্পিত সকল দায়িত্ব যেন সততার সাথে পালন করতে পারি, সে জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।