Crime News tv 24
ঢাকাশুক্রবার , ৯ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় সার্ভেয়ার আমিন সমিতির সদস্য মরহুম চানমিয়ার মৃত্যুর সৎ কাজের জন্য আর্থিক অনুদান প্রদান।

Link Copied!

বদলগাছী উপজেলা সার্ভেয়ার আমিন সমিতির সদস্য মরহুম চানমিয়ার সৎ কাজের জন্য সমিতির পক্ষ থেকে তাঁর পরিবারের হাতে আর্থিক অনুদান ও জমাকৃত মাসিক চাঁদার টাকা হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, সমিতির সদস্য চানমিয়া গত কয়েক দিন আগে মৃত্যুবরণ করেন। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী, কোনো সদস্যের মৃত্যু হলে তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই অনুদান প্রদান করা হয়। ৮ মে বৃহস্পতিবার মরহুমের নিজ বাড়ি বালুভরা ইউনিয়নের নিহনপুর গ্রামে তাঁর স্ত্রীর হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন সমিতির নেতৃবৃন্দ।

উক্ত অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মুজাহিদ হোসেন, কোষাধ্যক্ষ আবুল হোসেন, প্রচার সম্পাদক মোঃ শাকিল হোসেন এবং সদস্য মোঃ মোজাহার আলী। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মিঠাপুর ইউনিয়নের প্রধান আনোয়ার হোসেন ও সমিতির উপদেষ্টা আবুল হোসেন বাচ্চু।

সমিতির নেতারা বলেন, এটি একটি মানবিক উদ্যোগ এবং ভবিষ্যতেও সদস্যদের প্রয়োজনে সমিতি সবসময় পাশে থাকবে।