বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে “আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ পালিত হয়েছে।বৃহস্পতিবার সকালে রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালীর ইউনিটের আয়োজনে ‘মানবতার পাশে একসাথে” এ প্রতিপাদ্য বিষয়ে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিট কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব যাদব সরকার
,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটের ইউনিট লেবেল অফিসার মোঃ ফারুক হোসেন, পটুয়াখালী রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান মোঃ যুবায়েত হোসেন নাসিম , সিনিয়র যুব সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগন সহ জেলা উপজেলার সদস্যসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটের স্বেচ্ছাসেবকবৃন্দ।