Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ৮ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট বিআরটিএ অফিসে দুদকের অভিযান।

Link Copied!

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) বাগেরহাট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৭ মে) দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

বাগেরহাট দুদকের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান জানান, বিআরটিএ অফিসে সেবা প্রাপ্তিতে গ্রাহকদের হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
অভিযানের শুরুতেই আমাদের একটি এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে গ্রাহক হিসেবে সেবা নিতে গেলে (বিআরটিএ) অফিসে দালালদের সক্রিয়তা ধরা পড়ে। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে দালালচক্র দ্রুত পালিয়ে যায়। এছাড়া (বিআরটিএ) অফিসের একাধিক কর্মকর্তাদের মোবাইলের বিকাশ নাম্বরে অস্বাভাবিক আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।


এর মধ্যে ১৫ দিনে প্রায় ৩০ হাজার টাকা এবং একদিনেই ১০ হাজার টাকার লেনদেনেরও প্রমাণ মিলেছে। এসব লেনদেন বিআরটিএ’র সেবার সঙ্গে জড়িত দালালদের মাধ্যমে করা হয়েছে বলে প্রাথমিক ভাবে প্রমান পেয়েছি।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।