চাঁদপুর জেলার হাজীগঞ্জের রান্ধুনীমুড়া খন্দকার বাড়িতে রাবেয়া বেগম গং ও ইয়াসিন গং এর সম্পত্তি নিয়ে ৩ যুগ ধরে বিরোধ চলে আসছে। সম্পত্তি নিয়ে একাধিকবার মাপ জরিপ করে সালিসি বৈঠক বসলে ও কোন সমাধান হয়নি। এনিয়ে বিরোধ চলে আসছে। রাবেয়া বেগম গংদের সম্পত্তিতে জোরপূর্বক রাস্তায় মাটি কাটতে গেলে রাবেয়া বেগমকে মারধর করা হয়।এ
নিয়ে রাবেয়া বেগম হাজীগঞ্জ থানায় অভিযোগ দেন।সেই অভিযোগের আলোকে হাজীগঞ্জ থানায় (৫ মে ২০২৫) এক সালিসি বৈঠক বসে। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী( ১৭ মে ২০২৫) রান্ধুনীমুড়া মৌজার সিএস খতিয়ান অনুযায়ী ৪৪৫ দাগের খরিদ ও পৈএিক সম্পত্তি উভয় পক্ষের সালিশের উপস্থিতিতে মাপ জরিপ করে মাপ জরিপের কাগজ থানায় জমা দেওয়ার পর উভয় পক্ষকে সম্পত্তির মাপ জরিপের কাগজপএ বুঝিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, উক্ত সম্পত্তি নিয়ে বার বার মাপ জরিপ ও সালিসি বৈঠক বসা হলেও কেনইবা তা সমাধান হচ্ছে না।এনিয়ে এলাকার সচেতন মহলে নানান প্রশ্ন দেখা দেয়।