চুয়াডাঙ্গা শহরের একটি বাসা বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৬ লাখ পিস নকল বিড়ি জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে শহরের জোয়ার্দ্দার পাড়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল বিড়ি জব্দ করে পুলিশ। অভিযানের সময় বাড়ির মালিক পালিয়ে গেছে।
অভিযান সূত্রে জানা যায়, এনএসআই’র তথ্যের ভিত্তিতে প্রথমে সংস্থাটির সদস্যরা ওই বাড়ি নজরদারিতে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং বিপুল পরিমাণ নকল বিড়ি উদ্ধার করে। বিড়িগুলো আকিজ ব্র্যান্ডের হুবহু নকল। সেগুলো পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার আল্লারদরগা এলাকায় প্রস্তুত করে চুয়াডাঙ্গায় বিপণনের উদ্দেশ্যে গুদামজাত করে রাখা হয়েছিল।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাড়ি মালিক সাব্বিরকে পলাতক আসামী দেখিয়ে মামলা দায়ের করা হচ্ছে। নকল বিড়ির উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।