বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে সারাদেশের ন্যায় শাহজাদপুর বিচার বিভাগীয় কর্মচারীদের দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়েছে।
সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯ টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন শাহজাদপুর চৌকি আদালতে কর্মরত বিচারবিভাগীয় কর্মচারীরা।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন শাহজাদপুর যুগ্ম দায়রা জজ আদালত,শাহজাদপুর সিনিয়র সহকারি জজ আদালত এবং শাহজাদপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের কর্মচারীরা। এ সময় তারা তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বক্তব্য প্রদান করেন। কর্মসূচি চলাকালে বিভিন্ন আদালতের কার্যক্রম স্থবির হয়ে পরে।
এম. রওশন আলম
বিশেষ প্রতিনিধি
তারিখ : ০৫-০৫-২৫