Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ৬ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

শাপলা চত্বরে গণহত্যার দ্রুত বিচারের দাবিতে বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

Link Copied!

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে শান্তিপূর্ণ সমাবেশে আলেম, ছাত্র ও তাওহীদি জনতার ওপর চালানো বর্বরোচিত গণহ*ত্যার দ্রুত বিচারের দাবিতে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫মে ২০২৫ইং) বিকালে বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে মিছিলটি বের হয়ে জমিয়ত কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি জাহিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওলিউর রহমানের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা হেফাজতের আমির ও উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আতিকুর রহমান, সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান,ইউরোপ জমিয়ত নেতা মাও, হাবিবুর রহমান।

এসময় বক্তারা বলেন: ২০১৩ সালের ৫ই মে গভীর রাতে মতিঝিল শাপলা চত্বরে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রা*সীরা এবং বিজিবি, র্যাব-পুলিশের যৌথ বাহিনী নিরীহ তাওহীদি জনতা, তালিবে ইলম ও নিরস্ত্র আলেম-উলামাদের ওপর ব্যাপক হত্যা*যজ্ঞ চালিয়ে শতশত মানুষকে হত্যা করেছিলো। যা বাংলাদেশের ইতিহাসে ঘটা ভয়ঙ্করতম নারকীয় গন*হত্যা! এই বর্বরোচিত গণ*হত্যার দ্রুত বিচার করতে হবে।

বিক্ষোভ মিছিলে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়ত নেতা মাওলানা জালাল উদ্দীন, হা, মাও, ফরহাদ আহমদ, মাও, রুহুল আমিন, মাও, সাহেদ আহমদ, মুফতি আব্দুল্লাহ আল মামুন, হা, আব্দুল ফাত্তাহ, হা, উবায়দুল্লাহ, মঞ্জুরুল হাসান, আবুল কালাম, সিপার আহমদ, মাহবুবুল আলম, এবাদুর রহমান, রেজাউল করিম, আবুল হাসনাত, ইসহাক আহমদ, জাহেদ আহমদ, সাদিক আহমদ সহ বিয়ানীবাজারের বিভিন্ন সামাজিক, ব্যবসায়ী, সাংবাদিক সহ জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।