চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন তিয়রবিলা পুলিশ ক্যাম্প পুলিশ চেকপোস্ট,রাত্রিকালীন রণপাহারা ডিউটি, ক্যাম্প এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার অভিযান পরিচালনাকালে আজ ০৫ মে ২০২৫ তারিখ রাত ০৩:৩০ ঘটিকায় সাব-ইন্সপেক্টর সুকান্ত দাশ, সহকারী সাব-ইন্সপেক্টর মোঃ রেজাউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আলমডাঙ্গা থানাধীন লক্ষীপুর বাজার হতে খাসকররা যাওয়ার পথে জনৈক মোঃ আব্দুর রাজ্জাক এর ডিজেল তৈলের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী ডাকাতি করার উদ্দেশ্যে মাইক্রোবাস নিয়া সমাবেত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে জনাব মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম, অফিসার ইনচার্জ, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গাকে অবহিত করিলে তিনি চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়কে অবহিত করিয়া পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, আলমডাঙ্গা থানার তত্বাবধায়নে সাব-ইন্সপেক্টর সুকান্ত দাশ সংগীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত মাক্রোবাসটি ঘিরে ফেলে। মাইক্রোবাসের ভিতরে থাকা সস্ত্রাসীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় প্রদান করে। তাদের পরিচয় সন্দেহজনক হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মাক্রোবাসে থাকা সন্ত্রাসীরা পুলিশ এর উপর আক্রমনাত্মক আচরণকালে পুলিশ জীবনবাজিঁ রেখে আসামীদের গ্রেফতার করেন। মাইক্রোবাসে থাকা ডাকাতদলের দেহ তল্লাশী করে আসামীদের হেফাজত থেকে ০১টি পিস্তল, ০১টি রিভলবার, ০১টি ওয়ান শুটারগান, ০২ রাউন্ড গুলি, ০২টি চাইনিজ কুড়াল, ০১টি তালা কাটার যন্ত্র,০৫টি মাস্টার কী, ০১টি পিস্তলের প্রসেস, ০১টি পুলিশের জ্যাকেট, ওয়াকিটকি সাদৃশ্য মোবাইল ফোন, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ০৬টি মোবাইল এবং ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি ও মাদক আইনের পৃথক পৃথক মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানাঃ
মোঃ রুবেল রানা(২৯), পিতা- বাবর আলী, মাতা- মোছাঃ হালিমা খাতুন, সাং- কন্দরপুদিয়া, থানা- ই.বি, জেলা- কুষ্টিয়া, মোঃ আজিজুর মন্ডল(৩৬), পিতা- কাছেদ কাশেম, মাতা- মৃত সুফিয়া বেগম, সাং- আহাদনগর, মোঃ শিলন মোল্লা(২১), পিতা- মোঃ সাইফুল ইসলাম, মাতা- মোছাঃ সেলেনা খাতুন, সাং- জোড়াপুকুরিয়া, মোঃ সবুজ আলী মিঠু(৩০), পিতা- মোঃ কলম আলী শেখ, মাতা- রশিদা বেগম, সাং- কাদিখালী রামচন্দ্রপুর, সর্ব থানা- হরিণাকুন্ডু, জেলা- ঝিনাইদহ, মোঃ মনিরুল ইসলাম(৪০), পিতা- মৃত বদর উদ্দিন মন্ডল, মাতা- মৃত আমেনা খাতুন, মোঃ মারুফ শেখ(২০), পিতা- মহাসিন শেখ, মাতা- মালা খাতুন, উভয় সাং- মধুপুর উত্তরপাড়া, থানা- ই.বি, জেলা- কুষ্টিয়া।
উদ্ধারকৃত আলামতঃ
০১(এক)টি বিদেশী পিস্তল। যাহা লম্বা ০৮(আট) ইঞ্চি। পিস্তলের গায়ে ইংরেজিতে MADE IN USA, NO-111, যাহা অস্পষ্ট লেখা আছে। পিস্তলটিতে ম্যাগজিন, ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত।
০১(এক)টি রিভলবার, যাহার লম্বা ০৯(নয়) ইঞ্চি। যাহাতে ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত।
০১(এক) টি ওয়ান শুটার গান, যাহা বাটসহ লম্বা ১৬(ষোল) ইঞ্চি, যাহাতে ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত।
০২(দুই) রাউন্ড গুলি।
০১(এক) টি দেশীয় তৈরি চাইনিজ কুড়াল, যাহা লোহার বাটসহ লম্বা ১৮(আঠার) ইঞ্চি।
১টি দেশীয় তৈরি চাইনিজ কুড়াল, যাহা বাটসহ লম্বা ১৮১/২ (সাড়ে আঠার) ইঞ্চি।
১ টি লোহার তৈরি তালা কাটার যন্ত্র, যাহা লম্বা ৩৫ ইঞ্চি।
৫টি লোহার তৈরি তালা ভাঙ্গার মাস্টার চাবি।
১টি পিস্তলের প্রসেস।
১টি নীল রংয়ের পুলিশের জ্যাকেট।
১টি কালো রংয়ের ওয়াকিটকি সাদৃশ্য MICRONEX মোবাইল সেট।
সাদা স্বচ্ছ পলিথিনে রক্ষিত ৫০পিস ইয়াবা ট্যাবলেট।
০১ টি সাদা রংয়ের মাইক্রোবাস, যাহার রেজিঃ নম্বর- ঢাকা মেট্রো-গ-১২-৩০৯৭।
০৬টি মোবাইল ফোন।